স্মৃতি রোমন্থনে বার বার হয় ভারাক্রান্ত মন,
সোনালী দিনগুলা আবার  আইবনি ওখন?

মা-বাবার সান্নিধ্যে কাটতো আমার জীবন।
সিলেটি পরম্পরায় ভরপুর আছিল বাড়ির অঙ্গন।

পৌষসংক্রান্তিত লাগতো বাড়িত কামর জোয়ার,
নাওয়া খাওয়া ভুইল্যা চলতো তার জোগাড়।

লম্বা লিস্ট হাতো বাবা যাইত্যা বাজারো,
কিছু ভুইল্যা গেলে দুঃখ থাকতো কপালো।

তখন বাড়িত আছিল না গ্যাসর চুলা,
লাকড়ির চুলাত আছিল ধুয়ার জ্বালা।
গোবর মাটির প্রলেপো হইত চুলা ধলা।

পুলি, পাটিসাপটা আরো আছিল কততা,
সব নাম লইতে গেলে মনো আয় বিষন্নতা,
পান্ডাই মালপা আছিল মার বিশেষতা,
খাইবার লাগি হক্কলে দেখাইতা  উন্মাদতা।

হায়রে খালি  বইয়া চলরাম স্মৃতির পাতা।

মেরা মেরির ঘর  বানাইয়া প্রত্যুষে দিতা আগুন,
চারিদিকে গোল কইরা চলতো সিলেটি ধুন।

মনোর কোঠাত স্মৃতিগুলা থাকবো  অমলিন,
স্মৃতিরোমন্থনেই  কাটবো আমার বাকি দিন।