পালাবদলের চক্রে আবদ্ধ দিকে দিকে সকলে,
আজ ছেলে পিতা,মেয়ে মা সময়ের তালে।

ক্ষমতার পালাবদল হয় গণতন্ত্রের  রক্ষাকবচে,
মুক্তি দিয়ে  ভ্রষ্টাচার সমাজের আনাচে-কানাচে।

ঋতুর পালাবদলে হয় শীত-গ্রীষ্মের খেলা,
মেলা খেলায় মেতে উঠে জনগণ  সারাবেলা।

জীবনের পালাবদল ঘটে চলেছে নিরন্তর ,
আজ রাজা কাল সে ফকির রয়েছে বিস্তর।

মূল্যবোধের মূল্য আজ গেছে চলে,
নৈতিকতার বিসর্জন দল বদলের যাতাকলে।

জীবন মৃত্যুর পালা বদল চলছে প্রতিনিয়ত,
তবুও আশায় বুক ভরে চলছে সবাই অবিরত।