গোধূলিতে  দুজনে বেরিয়েছে নৌকা বিহারে,
আকাশে শুভ্র মেঘ উড়ে যাচ্ছে  আপন মনে,
সূর্যাস্তের লগ্নে  সূর্যের প্রতিচ্ছবি পড়েছে জলে।  

বিকেলে  মেঘ সেজেছে  সোনালী  আভায়,
প্রকৃতি সেজেছে রঙে  অপরূপ শোভায়,
স্বর্ণাভ জলে ভেসে চলেছে দুজনে নৌকায়।

নদী চলে   সমুদ্রে প্রেমিকের সঙ্গে মিলনে,
প্রবাহিত হচ্ছে দুরন্ত উচ্ছ্বাসের সঙ্গী হয়ে,
নৌকায় নর নারী  রয়েছে ভালোবাসার অঙ্গনে,
ভাবপ্রকাশে ব্যস্ত দুজনে চোখে চোখ রেখে।

এগিয়ে চলেছে তারা নদীর ছন্দে গানের  সুরে,
মিলে যাবে এক সাথে ভালোবাসার অতুল সমুদ্রে।