অমাবস্যার রাতে আকাশের তারারা যায়নি হারিয়ে,
অবক্ষয়ের চোরাবালিতে সমাজের তারারা ও যায়নি হারিয়ে।
সমাজের অন্ধকারে পাড়ার ছেলেটি যায়নি তলিয়ে,
চরম দারিদ্রেও সে বিকিয়ে দেয়নি নিজেকে,
ঘুষের প্রলোভনেও পুলিশ কাকু বিসর্জন দেয়নি মূল্যবোধকে,
বেশি মুনাফার আশায় দোকানদার দাদা
আশ্রয় করেনি কালো বাজারকে,
পাড়ার বেকার ছেলেটি পরাজিত করেছে অনৈতিকতাকে।
এখনো সমাজটা হারিয়ে যায়নি কালো অন্ধকারে।
বিপদে এখনো ছুটে আসে পাড়ার ছেলেটি সাহায্যের হাত নিয়ে,
হাসপাতালে পুলিশ কাকু জীবন বাঁচায় নিজের রক্ত দিয়ে,
অগ্নিদগ্ধ শিশুটিকে উদ্ধার করেছে
ক্লাবের ছেলেটি জীবনকে বাজি রেখে।
সমাজটা এখনো যায়নি অন্ধকারে তলিয়ে।
এখনো অন্ধজন আলো ফিরে পায় চক্ষু দানে,
এবারও পথশিশুরা বেরোবে পুজো পরিক্রমায় নতুন জামা পরে,
এখনো সমাজটা তলিয়ে যায়নি অন্ধকারে।