বিধাতার সৃষ্টিতে নেই কোন বাঁধন ,
নীল আকাশে মেঘেরা ভাসে দিশাহীন সর্বক্ষণ,
আকাশের অসীম সীমানায় নেই কোন বিভাজন,
পশু পাখিরা ও করে অবাধে বিচরণ।
মানুষের ইচ্ছায় আজ বিভক্ত পৃথিবী,
পশু পাখিরাও খাঁচায় বন্দী,
ভয় ও সংশয় উন্মুক্ত মনের সঙ্গী।
তবুও মনের দ্বার রয়েছে উন্মুক্ত,
আলো আর শব্দের প্রবেশ অবারিত,
চোখের আলো, শ্রবনের শব্দ করছে মনকে সম্পৃক্ত,
মনের মনি কোঠায় সঞ্চিত হচ্ছে ক্রমাগত।
কখনো বিষাদে মন ভারাক্রান্ত,
কখনো আনন্দে সে উৎফুল্লিত,
তবুও মনের দ্বার রয়েছে সর্বদা উন্মুক্ত।
শঙ্কায় থাকে মন সর্বক্ষণ,
অন্যায় অবিচারে আক্রান্ত জনগণ ,
শাসকের রক্তচক্ষুতে বন্ধ প্রকাশন,
প্রতিবাদের পথের পথিক এই মন।
বিষাদের আলো, বিষাদের সুরের যেন না হয় আগমন।
শুধু আনন্দে আনন্দে থাক উচ্ছ্বসিত মন।
পৃথিবী হোক আনন্দে সিক্ত,
মনের দরজা থাক সর্বদা উন্মুক্ত।