অপেক্ষায় থাকি ভোরের আলোর,
আর একটা নতুন দিনের সূচনার।
সুযোগ পেয়েছি, মন উজার করে,
পারব দিতে, মনের ভাষায় তোমাকে শ্রদ্ধাঞ্জলি।
এ যেন গঙ্গা জলে গঙ্গা পূজা।
মনের ভাষা, আমার মাতৃভাষা, বিশ্ববন্দিত বাংলা ভাষা,
মিষ্টতায় পরিপূর্ণ ভাষা।
তোমার ফুলে প্রস্ফুটিত,
তোমার রঙে বিভাসিত,
তোমার ছন্দে, তোমার সুরে সিক্ত আমার ভাবনা, আমার প্রকাশনা।
ও আমার মাতৃভাষা, আমার প্রাণের ভাষা।
বর্ণমালা অ, আ, ক, খ,
তোমার ভান্ডারে, এক একটি মনি আর মুক্ত,
ভাষার রত্ন হারে সবার কন্ঠে সজ্জিত,
তালে ছন্দে অদ্বিতীয়।
এ আমার মাতৃভাষা, পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা।
শীতল বাতাসে যেমন জুড়ায় শরীর,
মধুর শ্রুতিতে ক্লান্তি হয় বিলীন।
আজ দূষণে আক্রান্ত আমার মাতৃভাষা,
বিশ্বায়নের চাপে বিবর্তিত এই ভাষা,
নতুন প্রজন্ম করছে অবজ্ঞা।
মন থাকে সর্বদা শঙ্কিত,
ভয় হয়, হয়তো কখনো হবে বিলুপ্ত,
সবার শুভ উদ্যোগ করবে কি আমাদের আশ্বস্ত?