গ্রহের মহাযোগে মহাকুম্ভ প্রয়াগরাজে,
পৃথিবীর সর্ববৃহৎ ধর্মীয় মহাযজ্ঞে।

কুম্ভ স্নানে পাপ ক্ষয় ত্রিবেনী সঙ্গমে।
সাধু সন্তরা ডেরা করেছেন আশ্রমে,
শাহী স্নানে সবাই  চলে প্রবল উদ্যমে।

অগণিত নরনারী আগত  মহাসমাবেশে,
হর হর মহাদেব ধ্বনি  আকাশে বাতাসে।

ধর্মীয় আবেগে  সবাই সমান এই মহা প্রাঙ্গণে,  
আধ্যাত্মিকতা মহাশক্তি রয়েছে সবার প্রাণে,
মহাকুম্ভ  বেধেছে সবাইকে ভাতৃত্বের  বাঁধনে।