তুমি আমায় ছেড়ে গেছো  অনেকদিনে,
দেওয়ালে, ছবিতে বন্দী  নও তুমি ঘরে,
রাখতে চেয়েছি তোমায় আমার মনে।

শুনতে পেয়েছি, তুমি গেছো অনেক দূরে,  
আছো তুমি আকাশ ভরা  তারার দেশে,
দেখছো তুমি আকাশ থেকে তারার বেশে,
চেয়ে থাকি আকাশ পানে তোমার খুঁজে।

পেতাম যদি আবার তোমায়  কাছে,
টাইম মেশিন চেপে যদি  পারতাম যেতে  পিছিয়ে,
শিশু হয়ে রয়েছি তোমার ঘরে ,
আদর করে ডাকছ কাছে,
কখনো বা নিচ্ছো  তোমার কোলে,
মা........কোথায় তুমি?
ডাকতাম যখন পেতাম না পাশে ।
বলতাম যাবে না কখনো আমায় ছেড়ে।
কখনো বা কান টি দিতে মলে।

আজ  যদি তোমায়  পেতাম কাছে,
বলবো আমি দু কান ধরে,
সুবোধ বালক হয়ে থাকব তোমার কাছে।

শুনবো  যা বলবে আমাকে,
মারামারি করবো না আমি বোনের সাথে,
করব পালন তোমার সব আদেশ কে।

পড়াশোনায় সফল হবো,
তোমার মুখে হাসি ফোটাবো,  
ভাবতে হবে না আমাকে নিয়ে,
উজ্জ্বল হবে তোমার মুখ আমার সাফল্যে।
বলবো  যাবে না কখনো আমায় ছেড়ে।