মনে জায়গা দিয়েছিলাম তাঁকে প্রথম দেখাতেই,
সে ও কি রেখেছিল আমাকে তাঁর মনে?
বুঝতে পারিনি আমি এত সহজে,
হয়তো বা তখনো সম্পূর্ণ প্রস্ফুটিত হইনি তাঁর কাছে।
কখনো খাবারের ছলে, কখনো পাঠ্য বইয়ের অজুহাতে,
তাঁকে পেতে চেয়েছি কাছে,
কখনো বা দেখতে চেয়েছি দু নয়নে।
মন ছিল অস্থির, ছিল চঞ্চল,
মন জয়ের ফলাফলের প্রতীক্ষাতে।
অনেক বিনিদ্র রজনী কেটেছে সংশয়ে,
মনে নিয়েছে কি সে আমাকে?
এ যেন এক অদ্ভুত অনুভূতি,
এ যেন এক অদ্ভুত কাকুতি,
নিজেকে দিয়েছি বিলিয়ে,
গ্রহণ করেছে কি সে আমাকে সাদরে?
প্রত্যাখ্যানের ভয়ে ছিলাম সিঁটিয়ে।
আনন্দে উল্লশিত হয়েছিলাম,
আমার বইয়ের মলাটের ভাঁজে লুকোনো তাঁর নববর্ষের শুভ কামনায়।
এই সাংকেতিক সংকেতে জানান দিয়েছিল তাঁর মনের,
আপ্লুত হয়েছিলাম আবেগে,
মন জয়ের সাফল্যে,
বন্ধুদের থেকে জয় ছিনিয়ে নেবার আনন্দে।