মানুষই শ্রেষ্ঠ এই জীবকুলে এই ধরণীতে,
প্রশ্ন জাগে কেন এসেছি এই পৃথিবীতে,
উত্তর রয়েছে ঋষি মনীষীদের লেখনীতে।
জন্মেছি মোরা এই ভুবনে পরের তরে,
সুখ শান্তি পৌঁছে দিতে সবার দোরে।
ঈশ্বর রূপে জীবসেবা রয়েছে মননে,
অপরের দুঃখে অশ্রু আসে নয়নে।
সবার মুখে হাসি ফোটানো জীবনের মানে,
সারা পৃথিবী দৃঢ় হবে ভ্রাতৃত্বের বন্ধনে।
অভুক্ত হয়ে থাকবে না কেউ রাজপথে,
হাতে হাত ধরে চলবো মোরা একসাথে।