এক শুভক্ষণে দেখা হয়েছিল পথে দুজনে,
কাছাকাছি পৌঁছেছিলাম মনের অজান্তে,
মন দিয়েছিলাম তাকে সময়ের গতিতে।
ভালোবাসা দৃঢ় হয়েছে বিশ্বাসের স্তম্ভে,
একে অপরের আত্মসম্মানের সম্মানে।
স্থান দিয়েছি তাকে মনের প্রাঙ্গণে,
সদা বিচরণ মোদের ভালোবাসার অঙ্গনে।
স্বপ্নের পরী ছিল সে আমার মননে,
জীবনসঙ্গী হয়েছিল প্রেম নিবেদনে।
জীবনের অনেকটা পথ এসেছি একসাথে,
ঝড়ঝঞ্ঝা পেরিয়ে এগিয়ে চলেছি সম্মুখে,
মনের মনিকোঠায় তাকে রাখবো যতনে।