পৃথিবীতে আসাটা আমার ইচ্ছায় হয়নি,
পিতা মাতা কে হবে আমি ঠিক করিনি।
জীবনের ছক লেখা আছে বিধাতার বিধিতে,
কালের স্রোতে ভেসে চলেছি জীবনের গতিপথে,
শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন,
জীবন চক্রের ধাপ পেরিয়েছি সময়ের সাথে।
কখনো রয়েছি সব পেয়েছির আসরে,
আবার কখনো থেকেছি হতাশার বাসরে।
কখনো পেরিয়েছি মরুভূমির তপ্ত বালুকারাশি,
কখনো সবুজে ঢাকা শস্য শ্যামলা প্রান্তর ভূমি।
ক্লান্ত হয়নি, হারিয়ে যায়নি জীবনের পথে,
এগিয়ে চলেছি সবার উপর মানুষ সত্য ভেবে।
আবার দেখেছি পৃথিবী ভরা বহুরূপী বেশে,
চেহারা লুকিয়ে মুখোশের আড়ালে।
ভাইয়ে ভাইয়ে হানাহানি,
বিশ্বাসঘাতকের দাপাদাপি,
প্রলোভনের হাতছানি,
নারী নির্যাতনের কাহিনী,
আছে সমাজে ছড়িয়ে ছিটিয়ে।
পথভ্রষ্ট না হয়ে চলেছি মূল্যবোধের পথে,
ক্ষনিকের অতিথি মোরা এই ধরণীতে,
চলে যেতে হবে সবাইকে প্রকৃতির নিয়মে,
কাজের হিসেব দিতে হবে বিধাতার ঘরে।