সারা বিশ্বে ছড়িয়ে আছেন আমার গুরু,
জীবনের সহজ পাঠ  মায়ের কাছেই শুরু,
সে যে আমার শ্রেষ্ঠ গুরু।

তার হাতেই বর্ণমালার হাতে খড়ি,
তার হাতেই প্রথম পেন্সিল ধরি।
ছোট আঙ্গুল দিশা পেয়েছিল তারই অনুরাগে।

অজগর আসছে তেড়ে,
আমটি  আমি খাব পেড়ে,
শুনেছি ছন্দে মায়ের সুরে।

বানান ভুলে  পড়েছি কত দিদিমনির রোশে।
আজও যখন ভাবি, লুটোপুটি খাই হেসে,
"চিনি" বানান ভুলে দাঁড়িয়েছি  বেঞ্চে কান ধরে।
হেড স্যারের গম্ভীর গলা আজও বাজে কানে।

বেত হাতে মাস্টার মশাই ছুটছেন ক্লাসে ক্লাসে।
আবার মিষ্টি হাতে দেখেছি দাঁড়াতে পরীক্ষার সাফল্যে।
পেরিয়ে এসেছি জীবনের অনেকটা পথ তাদের দেখানো পথে।

বিদ্যালয়, মহাবিদ্যালয়ের  গন্ডি  পেরিয়ে আজ আমি কর্মজীবনের অঙ্গনে,
সফল হয়েছি, এগিয়ে চলছি তাদেরই আশীর্বাদে।
নতমস্তকে করি প্রণাম, গ্রহণ করুন  হে  মহাপ্রাণ,
পদতলে যেন হয় আমার স্থান।