মনের অনেক কাছে পেয়েছি তোমায়,
হাত ধরে জীবন পারি দিতে মন চায়।
মনের কথা এখনো বলা হয়নি তোমায়,
প্রকাশ করতে চেয়েছি ভাব চোখের দিশায়।
এক অজানা ভয় আছে প্রাণে,
গ্রহণ করবে কি তুমি আমায় মনে?
গোলাপ দিবসে গোলাপ দেবো তোমার হাতে,
অঙ্গীকারের শপথ লেখা থাকবে তাতে।