শুনেছি শিবের জটা হতে তোমার আবির্ভাব,
শীর্ণ   জল ধারায় পর্বতে ধাবমান,
স্ফীত হয়ে চলেছ  সমতলে,
দুধারে  জনপদ গড়ে।

দুর্বার দুর্জয়  তুমি,
কখনও   গড়েছ,  কখনও  ভেঙেছ,
কখনও   শান্ত,  কখনও অশান্ত ,
আবদ্ধ  থাকনি কখনও ।

সাগরের ডাকে তুমি চঞ্চল,
ভালবেসে তুমি উচ্ছল,
যেন  প্রেমিকের সাথে প্রেমিকার আলিঙ্গন,
মিলিত হতেই বয়ে চলেছ সর্বক্ষণ।

তুমি চির যৌবনা,
রুপেও তুমি অপরুপা।
সূর্যোদয়ে তুমি রক্তিম ,
মধ্যাহ্নে রূপলি ,
অপরাহ্নে  স্বর্ণ পোশাকে সজ্জিতা।

রাতে দু কুলের  বিচ্ছুরিত  আলোকবর্তিকা করে ঝলমল,
যেন চুমকি লাগানো শাড়িতে তুমি পরিবৃত।
পারাপারের সেতু যেন,
গলায় চন্দ্রহার, কোমরের কটি বন্ধ।
এ যেন এক অপরূপ শোভায় শোভিত।