পৃথিবীটা বদলে যাচ্ছে বিশ্বায়নের সৌজন্যে,
জীবনের ব্যস্ততায় সবাই ছুটছে রাতে দিনে।
মুঠোফোন পৌঁছে গেছে সবার হাতে ,
আলাদিনের আশ্চর্য প্রদীপ আছে তাতে,
কিবোর্ড ছুঁতেই হয়ে যাচ্ছে কেল্লাফতে।
কেনাকাটা চলছে এখন দোকানে না গিয়ে।
যা কিছু চাইলেই পৌঁছে দেয় বাড়ির দুয়ারে।
ঝড়ের বেগে ছুটে চলে তারা জীবন বাজি রেখে,
ঝড় বৃষ্টি মাথায় করে এগিয়ে চলে পথে পথে,
সময়ে পিছিয়ে গেলে শাস্তি হয় চাকরি খুঁইয়ে।
বেকারত্ব ঘুচেছে তার এই কাজটি নিয়ে,
কখনো অভুক্ত থেকেও পৌঁছে দেয় সময়ে।
ব্যস্ত জীবনের সৌজন্যে অনেকে নিযুক্ত এই কাজে,
তাদেরকে সবাই চেনে ডেলিভারি বয় সাজে।