প্যান্ডেলে প্যান্ডেলে, মন্দিরে মন্দিরে,
হয়েছে দেবীর আগমন।
পুত্র কন্যা নিয়ে, সিংহবাহিনী হয়ে,
যুদ্ধাং দেহি রূপে, অসুর নিধনে,
তিনি হয়েছেন উপস্থাপন।

অসুর কুল কে পরাজিত করে স্বর্গলোকে স্থাপিত হয়েছে ন্যায়,
মর্ত্যলোক থেকে ও  বিতাড়িত হবে অন্যায়।

অন্যায়, অবিচার, ঘৃণা, ভেদাভেদে, জরাজীর্ণ এই বিশ্ব,
মৃন্ময়ী রূপে দেবী নন আজ মণ্ডপে আবদ্ধ,
তার শক্তিতে আজ বিশ্ব সঙ্ঘবদ্ধ,
দুর্নীতি দমনে করেছেন সারা বিশ্বকে উদ্বুদ্ধ।

দশভূজার শক্তি হচ্ছে  দিকে দিকে সঞ্চারিত,
রক্তমাংসের দশভূজারা  হয়েছেন এই যুদ্ধে অবতীর্ণ,
অন্যায়রূপে অসুরের পরাজয়ে হবে এই যুদ্ধ সমাপ্ত,
শান্তির বারিধারায় এই বিশ্ব হবে সিক্ত।