বিধাতার আশ্চর্য সৃষ্টি জগত জুড়ে,
রয়েছে ভরা গাছপালা, পশু পাখি, আর  মানুষে।
গাছপালা, পশু পাখিদের নেই কোন ভেদাভেদ,
আনন্দের পৃথিবীতে রয়েছে তাদের সমাবেশ।

নিজের রূপে তারা করেছে পৃথিবী রঙিন,
বিভেদের ভাবনায় তারা নয় শামিল।  

আঁখির আলোয় দেখি মোরা,
মনের আলোয় করি বিশ্লেষণ।
কখনো মন দেখে পৃথিবী রঙিন,
কখনো  হয়ে যায় বর্ণহীন।

প্রশ্ন করি আমি   দুটি আঁখিকে ,
জগত কেমনে ধরা পড়ে তোমার চোখে ?
আঁখি বলে বিশ্বে  আমি দেখি  শ্রেষ্ঠই মানুষ,
তার মাঝে  শুধুই নারী পুরুষ।
দেখিনি কোন ভেদাভেদ নারী-পুরুষে, মানুষে- মানুষে।

দেখেছি সবাই প্রশান্তি  চায় শান্তির নীড়ে,
ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ সবাই অন্তরে।
তোমার সংকীর্ণ মন দেখে পৃথিবী বিভাজিত  জাত পাতে।

মনের চাহিদা করে লুণ্ঠন পৃথিবীকে,
হিংসা, বিদ্বেষ, অহংকার জন্মেছে মনে,
বিধাতার শ্রেষ্ঠ সৃষ্টি গেছে বিফলে।
কেন তোমার মন দেখেনা পৃথিবী আমার চোখে?