কথা না বলেও  বলা যায় মনের  কথা,
চোখে চোখে  বোঝা যায় সেই ব্যথা।

প্রেমিক প্রেমিকার বার্তালাপ হয় চোখে চোখে,
কোন এক সাংকেতিক সংকেতের নিরিখে।

প্রেমের প্রস্তাব আসে বাঁকা চাওনিতে,
কখনো শালীনতা ছাড়ায় অঙ্গভঙ্গিতে।
বিধাতার সৃষ্টিতে আছে   পটল চেরা চোখ,
মনের কোনে  প্রেমের বাতিতে উজ্জল  মুখ।

কাপালিকের বশীকরণ বিদ্যা আছে মুখে ,
বশীকরণ প্রাণ পায় চোখে চোখ রেখে।

সততার ছাপ  আছে   লোকের চোখে মুখে,
অন্যায় ধরা পড়ে সবার চোখে চোখ রেখে।

চোখের জাদুতে ধরা পড়ে মন,
চোখে চোখে রাখলে খোয়া  যায়না ধন।