শিল্পীর কন্ঠে সুর ও গানের ছন্দ,
দুইয়ে মিলে  সৃষ্টি হয় অমৃতের ভান্ড।

নর্তকীর পায়ে আছে নুপুরের ছন্দ,
ঝানাক ঝনাক শব্দ করছে সমৃদ্ধ।

কবির কলমে সৃষ্টি হয় কবিতার ছন্দ,
শ্রুতি মধুর শব্দ দেয়  অনাবিল আনন্দ,
পংক্তিতে পংক্তিতে থাকে  অদ্ভুত মাধুর্য।

সমুদ্রের ঢেউয়ের গর্জনে ছন্দ আছে,
সেই ছন্দে নৌকা নাচে  তালে তালে।

সবকিছুতেই ছন্দ আছে অগোচরে।
ছন্দ আছে সবার  মনে প্রাণে ,
ছন্দ আমদের শিরাতে ধমনীতে,
হৃদপিণ্ড ও করছে কাজ একই ছন্দে।

পৃথিবীর গতিতে  ছন্দ আছে।
দিবারাত্রির সূচনা  তারই সাথে,
আমরাও সাথী এই ছন্দের ছন্দে।