শারীরিক অসুখে হয় শরীর দুর্বল,
ডাক্তারের চিকিৎসায় ফিরে পায় বল।

সমাজের অসুখে হয় সমাজ দুর্বল,
চিকিৎসার অভাবে বেড়ে যায় ক্ষয়,
হতে থাকে মূল্যবোধের অবক্ষয়।

মূল্যবোধ, শৃঙ্খলা, পারস্পরিক সম্মান,
সামাজিক স্বাস্থ্যের এক একটি মান,
প্রতিষেধক হয়ে রক্ষা করে সমাজের প্রাণ।

খুনোখুনি, মারামারি, ধর্ষণ,নারী নির্যাতন,
সমাজের এক একটি কর্কট রোগ,
অস্ত্রোপচার বিনা হবে না তার উপশম।

অপেক্ষায় আছি, হবে সমাজের রোগ মুক্তি,
ভাই বোনের সুরক্ষার বাঁধনে ফিরে আসবে স্বস্তি।

আত্মীয় হারার আর্তনাদে কম্পিত হবে না ভুবন।

নারীর সুরক্ষায় সর্বদা উঠুক আওয়াজ,
ভাই বোনের সুরক্ষায় এগিয়ে আসুক সমাজ।

প্রবর্তিত হোক বোনফোঁটা তিথি হয়ে পাঁজিতে, সামাজিক অনুষ্ঠানে।
ধ্বনিত হোক,
"বোনের কপালে দিলাম ফোঁটা,
যমের দুয়ারে পরলো কাঁটা,
বোন থাক সুরক্ষায় মোড়া"
বিস্তারিত হোক সামাজিক আন্দোলনে।