ছোট্ট ছোট্ট পায়ে,
হাত ধরে একসাথে ,
ভাই বোন দুজনে,
হেঁটেছি অনেকটা পথ।

কখনো মারামারি ,
কখনো হাতাহাতি,
কখনো চুলোচুলি,
এ যেন ছিল যুদ্ধের প্রান্তর।
বাড়ির আদালতে  বিচার চেয়েছি কত,
বিচারকের আসনে মাকে দেখেছি নিয়মিত।

আদালতের কাঠগড়ায়  ছিলাম  আসামি বা  বিবাদী,
ভূমিকার পরিবর্তন হয়েছে প্রতিনিয়ত।

কখনো অপরাধী ভাই,  
কখনো অপরাধী বোন,
শাস্তিতে কান ধরে  দাঁড়িয়েছি অবিরত।

আদালতের  বাণীতে,
কখনও সজল  আঁখি,
কখনও প্রতিহিংসার প্রস্তুতি।

বিচারে শাস্তি পেয়েছে বোন,
আনন্দে উচ্ছ্বসিত মন।
আবার যখন দেখেছি,
মায়ের বকুনিতে অশ্রুসিক্ত হয়েছে তার চোঁখ,
উচ্ছলিত হয়েছে মনে অতি বিষাদের অনুভূতি।

ও আমার বড় বোন,
নিয়েছে  অভিভাবকের আসন,
যমের দুয়ারে দিয়েছে কাঁটা সর্বক্ষণ।

বহু  রূপে থেকেছি মোরা জীবনের ঘাত প্রতিঘাতে,
অতিক্রম করেছি সব জীবনের ছন্দে।
আজ এই রাখি বন্ধনের পুণ্য দিনে,
পৃথিবীর সব ভাই বোন মেতে উঠুক সুরক্ষার অঙ্গীকারে।