সহস্র সহস্র বিবর্তনে  মানব  শ্রেষ্ঠ  হয়েছে,
বুদ্ধি মত্তা দিয়ে জীবকুল শাসন করছে।

সব মানুষেরই কায়ার  ভিতরে  মন আছে,
সেখানে এক ভালো মানুষ লুকিয়ে আছে,
সব কাজের  জবাব দিতে হয় তার কাছে।

বিবেক নামে ভালো মানুষটি রয়েছে হিয়ায়,
মূল্যবোধের মানদণ্ডে  মাপছে ন্যায়  অন্যায়।

জীবনের সব ঘটনাই বিবেক ছুঁয়ে যায়,
কখনো  হাসায় আবার কখনো কাঁদায়,
বিবেকের শাসনে মানুষ মনুষত্ব ফিরে পায়,
সব মানুষের বিবেকই সততার গান গায়,
সব বিবেকই ভালোবাসার  ছোঁয়া চায় ।

বিবেক দংশনের আগুনে শুদ্ধ হয় আত্মা,
মানুষ  ফিরে পায় তার মুল্যবোধের সত্তা।

সবাই মিলে এগিয়ে এসে শপথ নেব আজ,
বিবেকের আদেশ ছাড়া করবো না কোন কাজ।