ধর্ম আমাদের ভিন্ন পরিচয়ে আমরা মনুষ্য,
দেশ মায়ের দামাল ছেলে বীরত্বে শীর্ষ।

সত্যের পূজারী মোরা দেশের জন্য নিবেদিত,
দেশ মোদের গর্ব দেশ মোদের ঔদ্ধত্য।

ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ মোরা এই দেশে,
হিন্দু মুসলিম শিখ ঈশাই  থাকে মিলেমিশে,
বারো মাসে তেরো পার্বণের আনন্দ বাতাসে,
ধর্ম যার যার উৎসব সবার বার্তা প্রাণে ভাসে।

বিজয়ার আলিঙ্গনে  রাম রহিম মিশে বিন্দুতে,
ঈদের শুভেচ্ছা ভাসায় সবাইকে সিন্ধুতে।

ভাইয়ে ভাইয়ে বিভেদ পরিণত ভালোবাসাতে,
উৎসবের দিনে  সবাই শামিল  এই আশাতে।