আঁখি মেলে দেখেছি তাকে,
আঁখি ভরে  দেখা হয়নি আজও।
কখনো চোখের আলোয় সে বিকশিত ,
কখনো মনের আলোয় নিমজ্জিত,
প্রাণ ভরে দেখা হয়নি এখনো।

অনেক প্রহর কাটিয়েছি,
মনের আলোয়  দেখতে ,
মনের ক্যানভাসে তার ছবি আঁকতে।
কখনো ধরা দেয়, কখনো হারিয়ে যায়,
এ যেন লুকোচুরি খেলা চলছে সর্বক্ষণ।

জীবন পথের পথিক মোরা,
সহযাত্রী একই তরণীর।  

মনের আকাশে কখনো কালো মেঘ,
কখনো আসে ঝঞ্ঝা।
ঝঞ্ঝায় গতিহারায় নৌকো।
কখনো এগিয়ে,
কখনো  যেতে চায় তলিয়ে ।
শক্ত হাতে ধরেছি হাল,
প্রতিহত করে ঝঞ্জা।

পৌঁছবো মোরা গন্তব্যে,
ভালোবাসাকে সঙ্গী করে।
মনের মনি কোঠায় থাকবো মোরা,
যতই আসুক ক্ষোভ বিক্ষোভ সামনে,
আবার আসবো ফিরে পুনর্জন্মে সঙ্গী হয়ে ।