সূর্যাস্তের সাথে আধার নেমেছে ধরণীতে,
আগুনের আবিষ্কারেই সভ্যতা চলছে এগিয়ে,
প্রদীপের বহ্নি শিখায় তমসা গেছে অস্তাচলে।

সৃষ্টি ও বিনাশে  রয়েছে অগ্নি  সাথী,
হোমের আগুনে   সম্পন্ন হয় পুজোর বিধি।
আগুনেই দেহ পেয়েছে  পঞ্চ ভূতে স্থিতি।

আবার অনলে  হয়েছে  ভস্মিভূত তরী।
অগ্নি সাক্ষীতে মান্যতা পায়   বিবাহের রীতি।
মনের অনলে  শান্তি  দিয়েছে বহুদূর পাড়ি।
বাজারের আগুনে স্তব্ধ হয়েছে বিকি কিনি।

সীতার  অগ্নিপরীক্ষায় পবিত্রতা ছিল শর্ত।
উনুনের আগুনেও হয় অন্ন সিদ্ধ।
অহংকারকে অগ্নি যেন করে তৃণসম দগ্ধ।

রবির  অনলেই তপ্ত এই পৃথিবী।
অগ্নিই সভ্যতার ভব তরণীর কান্ডারী।