পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ এক আত্মা এক প্রাণ,
ভাইয়ে ভাইয়ে ছিল মিলন মহান,
রাজনীতির বেড়াজালে হল দেশভাগ।

কেউ এখানে  ঘঁটি, কেউ আবার  বাঁঙ্গাল,
পূর্ববঙ্গের সবাই   এখানে  বাঁঙ্গাল,
মিলনের  মাঝে আছে বিভেদ  মহান।

কেউ বলে শুদ্ধ বাংলা,
কেউ বলে  ঢাকাই,
শ্রুতি মধুর ছন্দে হৃদয় জুড়ায়।

বাসে ট্রামে বললে  ঢাকাই,
সবাই আঁড়  চোখে চায়,
এটা  যেন ঘৃতাহুতি এক হাসির ফুয়ারায়।

কেউ খায়  চিংড়ি মাছ,
কেউ খায়  ইলিশ মাছ,
বিভেদের মাঝে  ঐক্য  মহান।

কারো দল মোহনবাগান,
কারো দল ইস্টবেঙ্গল,
কারো পতাকা সবুজ মেরুন,
কারো পতাকা লাল হলুদ,
সবাইকে নিয়ে চলে এক আজব দঙ্গল।

খেলার মাঠ রূপ নেয়  এক অদ্ভুত বৈচিত্র্যে,
চির বন্ধু রূপান্তরিত  চিরশত্রুতে।

খেলার দিনে কারো ঝুড়িতে চিংড়ি মাছ,
আবার কারো হাতে ইলিশ মাছ,
এটা এক ঐতিহ্যের ছাঁচ।

মিছিলে মিছিলে হয় কলকাতা ছয়লাপ।
এই  দৃশ্য অন্য কোথাও পাবেনা আর।
বিভেদের মাঝে যেন মিলন মহান।