অট্টালিকায় বন্দী পাখি কখনো মেলছে ডানা,
খাঁচায় সে উড়তে পারে আকাশে উড়া মানা,
তার রূপেতে মুগ্ধ সবাই আহ্লাদে আটখানা।
গাইতে বললে গাইতে পারে,
নাম ধরে সে ডাকতে পারে,
অট্টালিকায় বইছে আনন্দের ফোয়ারা।
অন্য পাখিরা তাকায় তার দিকে আঁড় চোখে,
রাজপ্রাসাদের বাসিন্দা যে আছে স্বর্গ সুখে,
কুঁড়ে ঘরে থাকি মোরা দারিদ্র্যে ও দুঃখে।
অশ্রু চোখে বন্দী পাখি ভাবে মনে মনে,
রাজ সুখে ক্লান্ত রয়েছি পরাধীনতার জালে।
কুঁড়েঘরে হব সুখী সাথীদের পাশে,
আকাশে উড়বো আমি স্বাধীনতার সাথে।