হঠাৎ দেখা হয়েছিল মুঠোফোনের দেওয়ালে,
প্রথম দেখাতেই দাগ কেটেছিল মনের অঙ্গনে,
প্রতিদিন বার্তা বিনিময় ছিল অভ্যাসে,
কত প্রহর কেটেছে পথের দিকে চেয়ে,
প্রতীক্ষার অন্ত হত বিনিময় বার্তা পেয়ে।

কখনো ভুল বুঝাবুঝি, কখনো অভিমান,
চোখে  জল যেন  বিনা মেঘে বজ্রপাত,
এ যেন দিশাহীন পথে দুজনের অবস্থান।

ভালোবাসার আকুতিতে ফিরেছে প্রাণ,
বন্ধুত্বকে দৃঢ়  করেছে আমাদের স্বভিমান।

মনের ফলকে  লেখা হয়েছে  বন্ধুত্বের স্তুতি ,
মুছে যাবে না কখনো সেই স্মৃতি।