বাবার হাত ধরে মেয়েটি পৌঁছে গেছে বিদ্যালয়ের  প্রাঙ্গণে,
ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে চলেছে শ্রেণিকক্ষে,
জীবনে সাফল্যের স্বপ্ন তার চোখে,
পৃথিবীকে সহজ ভাবেই সে দেখে।

পরিবেশের মনোরম ছবি রয়েছে তার মনের ক্যানভাসে।

রাস্তায় ফেরিওয়ালা, রিক্সাওয়ালা সবাইকে সে কাকু বলে ডাকে।

পৃথিবীর সবাই যেন রয়েছে আত্মীয়তার বন্ধনে।

অটুট বিশ্বাস রয়েছে তার সঙ্গী হয়ে।

সে এখনো জানেনা এই পৃথিবীর অনেকেই মুখোশ পরে থাকে,
এই মুখোশ পরা বহুরূপীরা ছড়িয়ে আছে দিকে দিকে,
মেয়েটি জানেনা কাকুরা রয়েছে মুখোশ পরে বহুরূপীর বেশে,
তাকিয়ে আছে তার দিকে ক্ষুধার্ত চোখে।