মেঠো পথের দুধারে এক পায়ে দাঁড়িয়ে তাল গাছের সারি,
গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, সবুজে ভরা গ্রামের ছবি,
এ যেন ক্যানভাসে আঁকা সুপটু শিল্পীর সৃষ্টি।
আঁকাবাঁকা পথ চলেছে ধানক্ষেতের বুক চিরে সুদূর প্রান্তরে,
লাঙ্গল কাঁধে কৃষকেরা চলেছে বাড়ির পথে।
অপরূপা এলোকেশী চলেছে লাল পাড় শাড়ি পরে,
মেঠো পথ পেরিয়ে কোন এক অজানা গন্তব্যে,
গোধূলি বেলায় রক্তিম সূর্যের আভা
প্রতিচ্ছবি হয়ে আছে পুকুরের জলে,
সুন্দরী প্রকৃতি যেন ডাকছে তাকে কাছে।
দু পায়ে লাল আলতার সাজে,
পথে সেই লাল চিহ্ন বিছায়ে,
পথ যেন আলপনায় সেজে,
পথে যেতে যেতে বধূ চলেছে মঙ্গল বর্ষণ করে।
গৃহিণীরা হয়তো পাবে তাকে মা লক্ষ্মীর পটে।