তারারা রয়েছে আকাশে আলোকবর্ষ দূরে,
রাতের আকাশে শুধু মিট মিট করে।
ভালোবাসা বেঁচে ছিল হৃদয়ের আকাশে,
উজ্জ্বল আলোর দ্যুতি ছড়িয়ে চারপাশে।
বিধাতার বিধানে ভালোবাসা আলোকবর্ষ দূরে,
মিট মিট করছে আকাশে তারার রূপ ধরে।
দেবো পাড়ি মহাকাশে ভালোবাসার জোরে,
পৌঁছে যাব তার কাছে জীবনের ওপারে।