হিয়ার অঙ্গনে তার বিচরণ ছিল অবিরত,
মনের দুয়ারে প্রবেশ ছিল অপ্রতিহত,
শয়নে  স্বপনে ছিল সে প্রতিনিয়ত,
প্রেমের জোয়ারে ভেসেছি মোরা  সতত।

অঙ্গন সেজেছে আজ হবে অভিসার,
প্রতীক্ষার অবসানে মন হবে উজার।

বিচ্ছেদের বার্তা পৌঁছে দিল দুয়ারে  কৌশলে,
আজ ফুল হবো না আমি প্রথম  এপ্রিলে।