মহানগরের রাজপথে এগিয়ে চলেছি এক মনে,
সহচরীরাও  এগিয়ে চলেছে  বিভিন্ন প্রয়োজনে।
কেউ ছুটছে সুখে,
কেউ ছুটছে শোকে,
ইচ্ছে হয় জানতে
কে ছুটছে কিসের লক্ষ্যে।
কেউ হয়তো ছুটছে
হাসপাতালে প্রিয়জনের আরোগ্যে,
কেউ হয়তো ছুটছে
প্রেমিকার আবাসে রাগ মোচনে,
কেউ হয়তো ছুটছে
দিশাহীন ভাবে জীবনের বিষাদে,
কেউ হয়তো ছুটছে
প্রেক্ষাগৃহে বিনোদনে,
কেউ হয়তো ছুটছে  
পানশালায় গলা ভেজাতে,
নেশার ঘোরে দুঃখকে ভুলতে।
এ যেন শরতের আকাশে কালো মেঘ ভাসে।
হতাম  যদি অন্তর্যামী,
হাতে নিয়ে জাদুর লাঠি,
হতে পারতাম  সমব্যথী।
লাঠির ছোঁয়ায় ঘুচিয়ে দিতাম
সবার সকল ব্যাধি।