জগৎ জুড়ে  আছে  আনন্দ মেলা,
আনন্দে হাতি ছড়ায় জলের ফোয়ারা,
পশু পাখি সবাই করছে খেলা।

আনন্দ মেলায় সামিল সবাই আমরা,
কোথাও কবি লিখছেন কবিতা,
কোথাও শিল্পীর তুলিতে  আঁকা মনের বার্তা,
কোথাও গায়কের  কন্ঠে সুরের ঝরনা,
কোথাও নাচের ছন্দে  শান্তির ধ্বজা ,
চারিদিকে বিলোচ্ছে   আনন্দ বার্তা।

ভোরের সূর্য ছড়ায় রক্তিম আভা,
আকাশে দেয় এক অপূর্ব শোভা,
নীল আকাশে রয়েছে শুভ্র মেঘের ভেলা,
রামধনুর সাত রঙে চোখ রয়েছে বাঁধা।

মৌমাছির গুনগুন  বাঁধছে   মধুর  গাঁথা,
ঝরনার ফেনিল জলরাশি ভাঙছে নির্জনতা।
রঙে রাঙা প্রজাপতি  উড়ছে ফুলে ফুলে,
পরাগ  সংযোগে হচ্ছে সৃষ্টি নব জন্মে।

উজ্জ্বল  মাছরাঙ্গা রয়েছে শিকারের খোঁজে,
ঈগল, চিল,  বাজ পাখির দৃঢ় দৃষ্টি মাছের  দিকে।

সঙ্গবদ্ধ পিপীলিকা চলছে পায়ে পায়ে,
শৃঙ্খলা বদ্ধের পাঠ পাই মোরা তাদের দেখে।
প্রভু ভক্ত সারমেয় আছে প্রহরীর বেশে।
শুভ্র বরফে পর্বত দাঁড়িয়ে  প্রাচীর হয়ে,
মরুভুমিতে ঊটেরা চলছে ধীর পায়ে,
মরীচিকার দিকে যাচ্ছে এগিয়ে  জল ভেবে।
সবাই আনন্দমেলায় রয়েছে সহযাত্রী হয়ে।