বিশ্ব কন্যা দিবসে আমার নিবেদন
    
                 আমার কন্যা

মায়ের রূপে সে যে আমার কন্যা,
জন্মে নিয়ে এসেছিল খুশির বন্যা।

তাকে আমি মা বলেই ডাকি,
সে আমার নয়নের মনি,
তার শাসনে আমরা সবাই  খুশি,
নিয়ম ভঙ্গে  পেতে হয় শাস্তি।

তার মায়ার বাঁধনে সবাই আবদ্ধ,
ভালবাসায় হয়েছি আমরা সিক্ত।

জীবন চক্রে  আসে শৈশব, যৌবন, বার্ধক্য,  
বার্ধক্য যেন শৈশবেরই ছন্দ ।

হাত ধরে যাকে শিখিয়েছি হাঁটা,
আজ তার সাহায্যে এগিয়ে চলি
প্রতিহত করে শারীরিক বাধা ,
তার সিদ্ধান্তেই লেখা হচ্ছে জীবনগাঁথা।

বিধাতার এক আশ্চর্য সৃষ্টি,
সব রূপেই সে অনন্যা।
সে  মায়ের রূপে আমার কন্যা।