এক কোণে আমি ও আমাদের বাগান
তাতে খুঁজে পাই আমার শ্বাস ও প্রাণ।
সবুজপাতা ও রঙিন ফুলের ছড়াছড়ি,
ফুলের গন্ধে ভ্রমরেরা করে ছোটাছুটি,
গুনগুন রবে সৃষ্টি হয় সুরের মহাদ্যুতি,
মৌচাকে মধু আহরণে দেয় আহুতি।
প্রজাপতি অভিসারে আসে ফুলের সনে,
পরাগরেণু পৌঁছে দেবে আরেক ফুলে,
প্রেমিকের চিঠি পৌঁছে প্রেমিকার কাছে,
প্রজাপতি জুড়ে দেয় তাদের একসাথে,
ফুল রূপান্তরিত ফলে সবার অগোচরে।
গাছগুলি বলছে আমায় কানে কানে,
তোমরা আমাকে রেখো যতনে,
বিশ্ববাসীর কল্যাণে আছি প্রহরী হয়ে।
দৃষ্টিনন্দন সবুজ ও রঙিন বিছিয়ে,
বিষবায়ু টেনে নিয়ে নির্মল বায়ু বিলিয়ে।