নীল আকাশে শুভ্র মেঘমালা দিচ্ছে  হাতছানি,
ডাকছে আমায় সঙ্গী হতে দিতে বিশ্ব পাড়ি।

ভাসবো আমি মেঘের সাথে,
এক দেশ থেকে আরেক দেশে,
বাধা পরব না গো সীমানার বাঁধনে।

দেখব আমি উপর থেকে,
শুভ্র মেঘকে পালকি করে,
পৃথিবীটা কেমন দিচ্ছে ধরা আমার চোখে ।

দেখছি সবারই একটা করে মাথা আছে,
একটা করে মেরুদন্ড আছে,
সব মানুষই আমার মত দেখতে আছে।

দেখছি না কোন হিন্দু, মুসলমান, বুদ্ধ, খ্রিস্টান,
দেখছি শুধু মানুষ আর মানুষ করছে অবস্থান।

উপর  থেকে দেখছি আমি ভেদাভেদ হীন জগৎটাকে।

ভাসবো আমি মেঘের সাথে,
নামবো না কখনো ভূমি পৃষ্ঠে,
বিদ্ধ হবো না কখনো কোনও  ভেদাভেদে।

যদি কখনো  আসি এই ধরণীতে,
মনটা রাখবো  ঊর্ধ্ব গগনে ,
দেখবে না উঁচু নিচু, দেখবে শুধু সাম্যের পৃথিবীকে।