বন্ধুত্ব গড়ে উঠেছিল দৃঢ় বিশ্বাসের স্তম্ভে,
অবাধ বিচরণ ছিল মনের অলিন্দে,
উচ্ছসিত ছিল মন আনন্দের ছন্দে।
ভাগ করে নিয়েছিলাম ভালোবাসার রসদ,
ভালোবাসায় লিখেছি বন্ধুত্বের সনদ।
হঠাৎ ছন্দপতন এক অজানা অজুহাতে,
হয়তো কোন অব্যক্ত ব্যক্তিত্বের সংঘাতে।
জানিনা কেন বিনা মেঘে এই বজ্রপাত।
অভিমানে বন্ধ রেখেছে তার দুয়ার,
চিঠি গুলো ফিরে এসেছে বারবার।
গ্রহণ করেনি অভিমানী বন্ধু আমার।
স্মৃতি অতলে হারিয়ে যাবে সময়ের তালে,
ধুলো মাখা ছবি হয়ে মনের ক্যানভাসে,
কালের নিয়মে বিদায় নেবে মন থেকে।
বিদায় হে বন্ধু বিদায়,
ভালো থেকো জগতে তোমার।