আমি আজও স্বপ্ন দেখি,
মনের আকাশে দিয়ে পাড়ি,
যেখানে আছে নানা ভাবের ছড়াছড়ি।
শুরুটা হয়েছিল সেই মাতৃগর্ভে,
পরিচিত হইনি তখনো ধরিত্রীর সঙ্গে,
মায়ের স্বপ্ন আমার স্বপ্ন মিলে ছিল একসাথে।
সূর্যের আলো দেখার সাথে সাথে,
আকাশের পরীরা ধরা দেয় স্বপ্নের দন্ড হাতে,
শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন,
ছুটে বেরিয়েছি সেই স্বপ্নকে স্পর্শ করতে।
কখনো জিতেছি, কখনো হেরেছি,
আজ এই হিসেব মিলাতে
মন মোর নাহি রাজি।
আমি আজও স্বপ্ন দেখি,
জীবন সায়াহ্নে এসে আজও স্বপ্ন দেখি,
আজও স্বপ্ন দেখি বাধতে সবাইকে ভ্রাতৃত্বে,
সুখে দুঃখে সবার সাথী হতে।
আজও স্বপ্নে দেখি বিভেদহীন পৃথিবী,
সুরক্ষিত রয়েছে বিধাতার সৃষ্টি।
আজও স্বপ্ন দেখি সমতার,
প্রতিষ্ঠিত হয়েছে সবার অধিকার।
বিফলে যাবে না স্বপ্ন আমার,
হবেই হবে, আমার স্বপ্নের বাস্তব প্রকাশ।