শব্দ চাই, অনেক শব্দ
শব্দে ঘুরে বেড়াই।
শব্দের ঐ এক চিলতে হাসি,
বিশাল নিরবতায় বড্ড যে ভাবায়।
সাঁঝের আলোয় চিত্তে ঢেউ জাগানো-
মাধবীলতা যখন হৃদয় ছোঁয়ে যায়।
তন্দ্রা তখন গুটি পায়ে আসি,নয়ন বোলায়
অজানা শিহরণে ভুলোমন-
পথ কেনো আটকায়!
"শব্দ" শব্দ চাই,
এমনি লিখে যেতে চাই।
চঞ্চল শিখার পানে হাত বাড়াতে-
মন করে লড়াই।
শব্দে তারে আটকে রাখি,
স্বাধীন তো আর নাই।
আমি এমনি শব্দ খোঁজে যাই।
শব্দে ঘুরে বেড়াই।
শব্দ মোর ধ্যান,জ্ঞান
আর কি বেশি চাই।
নিষেধের আনাগোনা,বিশেষ শব্দমালায়,
যত নিষিদ্ধ,তত যে তাতেই মন জমে যায়।
প্রতি অক্ষরে ভালোবাসা-
বড্ড মায়া বাড়ায়,
"মায়া!"
কঠিন,অতি অনবদ্য,বেঁচে থাকার লড়াই,
ডুবে যাই শব্দের কায়ায়,
ডুবতে গিয়ে ভসে উঠি আবার অনন্য মায়ায়।
অগভীর ঘুমে,সুমিষ্ট বাতায়নে
শব্দের সায়রে হারিয়ে যাই।
এ আমার তখন আমায় চেনাই দায়।
আমি শব্দে মিশে যাই।
শব্দে মোর অতীত জমা,অতীত খুঁজে যাই,
অতীত হাতরেই আবার অতীত ভুলতে চাই।