গুনগুন গুনগুনিয়ে
কি কথা যায় সে শুনিয়ে।
জানো কী!
ডাকে পাহাড়,নদী
বলো পালাবে কী?
নিরবতায় ভীষণরকম মুগ্ধতা
জমে থাকা কত যে কথা।
বলো শুনবে কী?
টিপটিপ বৃষ্টি ফোঁটায়
এক কাপ কফির চুমুকে-
ভীষণ নেশা,
বলো বুঝবে কি মনের অব্যক্ত ভাষা!
মায়াবী মেঘে ভাসাবে কী
মনের অপূর্ণ আশা!
বলো সাড়া দেবে কি
যদি খুঁজি ভালোবাসা?
.......(১৯ মার্চ ২০২৩)