চারপাশে ওই অপেক্ষারত ছারপোকাদের দল
রক্তচুষে নিচ্ছে আর বাড়াচ্ছে তাদের বল।
রক্তহীন সেই খড়কুটোদের ভাবনা কিসের আর?
ভাবুক লোকের ভাবনাগুলো শুধুই যে বেকার।

যাদের নাদুসনুদুস তনুখানায় টলটলে রক্ত
ছারপোকাদের বেজায় সুখ,হচ্ছে তাদের ভক্ত।
রক্তহীন খড়কুটোদের প্রতি
ওরা চটছে ভীষণ,করছে তাদের ক্ষতি।

খড়কুটোদের মধ্য হতে
গুটিকয়েক দিচ্ছে মাথা পেতে।
গুটিকয়েক বাঁধ সাধতে গেলে
যাচ্ছে তাদের জীবন রসাতলে।

কেউ ভাবছে,আমার কী?
গা বাঁচালেই পার।
কেউ ভাবছে,দেখতে দেখতে
হয়েই গেলাম পার।

রক্তহীনের ভাবনা এমনি
সবই তো জানি।
সবজান্তা হয়ে গিলছে অবিচার
ক্ষতি হলেও মেনে নেওয়া ভাগ্য যে তাহার।