অনুভূতিগুলো নিদারুণ হতাশায়
কি চায়,কি পায়
আছে কিসের ও আশায়
নাই জানা নাই।
কত জন আসে যায়
সময় পেরোয়,
দিনের আলো নিভে যায়।
তবু-
তুমি তো আছো দাঁড়িয়ে ঠায়-
আমার মনের গহীন ঠিকানায়।
গুপ্ত তুমি সুপ্ত এ হৃদয়ে
আছো নিশ্চুপ হয়ে।
জানিনে কোথায়,কোন ঠিকানায়
আসবে তুমি,ডাকবে ইশারায়।
তোমার ডাকের প্রতিক্ষায়,
বেলা ফুরায়,কত নিশি প্রভাত হয়।
তবু হায়!
এখনো এলে না,দেখা দিলে না আমায়।
নিষ্পলক নয়নে হেরি
আর ভাবি যে নিরলে
তুমি কি পাষাণ এতোই
অসহায় লোকে যে বলে।