খুঁজতে গিয়ে অন্তমিল,পেলাম অজস্র গরমিল
জীবনজুড়ে রইলো কেবল কথার গোঁজামিল।
নিকষ কালো আঁধার কাঁটবে,ফুটবে ভোরের আলো
আশা কেবল,হবেই হবে শেষটুকুতে ভালো।

হয়তো পাবো হারানো সব গল্পের অন্তমিল,
নয়তো রবে প্রতিটি শব্দ জুড়ে শুধুই ছন্দেরি অমিল।
জীবনাকাশে আর উঠবে না কি চাঁদ,
বৃথা যাবে জীবন,হবে কি সকলি বরবাদ?

আমার আকাশ জুড়ে ছিলো কত তারার মেলা,
আজ সেথায় তারা তো নেই,শুধুই মিছে খেলা।
কিসের ছিলো ভুল,
কাঁটা তো ফুলে ও থাকে,ফুল কি তবে ভুল?

নাহয় একটু বোকাই ছিলো
খুঁজতে গিয়ে অন্তমিল,বোকা নাম সে পেলো।
তাতে কিই বা আসে যায়!
নদীও তো সাগরেই মিশে যায়।

হয়তো যাবো অন্তমিলের দোরগোড়ায়।
তাতে তোমার কিই বা আসে যায়,
দিনগুলো সব এমনি ফুরালে,তুমি নাহয় থেকে যেও অচিন দেশের অজানা কোনো গাঁয়।

যেথায় খোঁজা হয়নি,যেথায় কি আছে জানা নাই
তুমি নাহয় থেকো সেখানটায়,
রাখবো আশা,তুমি আজও আছো,
কেবল আমি পাইনি খুঁজে তোমায়।

গল্পের অন্তমিলে হয়তো খুঁজেছিলাম তোমায়,
যদি না পাই অন্তমিল,তোমায় পাবো আর কোথায়?
থেকে যেও অচিন দেশের অজানা কোনো গাঁয়।
অন্তমিলে যদি না পাই তোমায়,পাবো আর কোথায়।