শোনো,একদিন হঠাৎ
কেউ করবে আঘাত,
আমার বন্ধ দরজায়।
উড়ে যাবে পাখি,বন্ধ হবে আঁখি,
থাকবে পড়ে; কর্ম আর জড়দেহ
আমার সেই অস্থায়ী আস্তানায়।
চেনা নাম হবে অচেনা,
কালের গহ্বরে যাবো হারিয়ে
আর তো ফেরা হবে না।