আমি আবার নতুন গল্প হবো,
গল্পজুড়ে ভালোর সকল শব্দ সাজাবো।
শহরজুড়ে নামলে বৃষ্টি,
বৃষ্টি ফোঁটায় সুখ কুড়াবো।
মন্দসকল ঝেড়ে ফেলে
নতুন ভোরের সূর্য হবো।
আমি আবার নতুন মানুষ হবো,
মনুষ্যত্বের উজ্জ্বল আলোয়,নিজেকে দেখবো।
আমি এক স্বচ্ছ কাঁচের আয়না হবো
সেই আয়নায় শুদ্ধতা,স্বচ্ছতার নির্মল প্রতীক হয়ে রবো।
নরম ঘাসের ডগায় যখন জমবে শিশির কণা,
বুঝবে তবে এইতো শুরু তাহার আনাগোনা।
কোনো এক শিশির ভেজা ভোরে,
মিশে রবো সত্যিকারের মানুষগুলোর ভীরে।
যখন মানুষগুলো সত্যিকারের মানুষ হবে,
আমার আবার নতুন করে গাইতে ইচ্ছে হবে।
নতুন করে বাঁচতে ইচ্ছে হবে,
সেদিন সব ভালো হবে।
আমি স্বপ্ন দেখি,আসবে সে ভোর,যেদিন মানুষগুলো সত্যিকারের মানুষ হবে,
যেদিন মিথ্যে ও মন্দ সকল কিছু নাহি রবে।
নিষ্ঠুরতার কালো ছায়া আর না খুঁজে পাবে,
সেদিন আমি আবার ফিরবো,আমাদের আবার দেখা হবে।