মাঝি গাঙ ছাড়িলি
ঘর হারাইলি,
নাওয়ের দামে হীরে-পান্না
সবই তোর কল্পনা রে।
গাঙের মাঝে মন পড়ে রয়
মন যমুনায় ভাটার ভয়।
মন যমুনায় উঠলে ঝড়,
মাঝি ভুলবি রে পরিচয় তোর।
মায়ার ফাঁদে পড়িয়া,
ভুললি আপন দুনিয়া রে।
অকূলে হারাইলি মাঝি
বুঝলে না,এ কার কারসাজি রে।
মাঝি তোর নাওয়ের দামে হীরে-পান্না
এ কেমন ভাবনা রে!