আমার বিশাল এক আকাশে
মেঘমালারা ভাসে,
রাত্তিরেতে অনেক তারা হাসে।
কেবল হাসতে বারণ আমার,
আমি নেইকো অধীন আমার।
বেলা যায় যে ফুরিয়ে,
আসলে বিকেল ঘনিয়ে।
শেষ হয়না তবু ভোরের অপেক্ষার,
আসলে নেমে ঘোর অন্ধকার।
যেমন করে ফুরায় বেলা,
তেমনি করে ফুরায় নাকো
জীবনের এই আলো-আঁধারির
লুকোচুরি খেলা।