জানিনে,এ মন ধায় কোন সে পানে,
কিবা চায় আপনার করিবার,
কিবা আশা নিবু নিবু জ্বলিতেছে মোর মনে।
কোথা নাই অন্ত,নাহি চায় থামিবার,
এই মন আজি হয়ে উঠিছে দুর্নিবার।
সহসা আশার আলো কিঞ্চিৎ দেখা যায়,
পুনঃ নিভিয়া যায়,হায়!
কিবা চাহিতেছে এ মন,কিবা প্রয়াস করিছে পাইবার,
জানিনে,তাহা কি আদৌও হইবে আপনার!
এই বুঝি বেলা হয় অবসান,
নিঃশ্বাস,থামিবার পথ খুঁজে খুঁজে হয়রান।
জানিনে, কি রহিয়াছে  ওই ধূলিমাখা গৃহকোণে,
কিবা আশা পাশে বাঁধিয়া রাখিয়াছে মোরে  শ্রান্ত,মলিন ওই বদনে।
কিবা আশায় রহিয়াছে  এ মন,
কিবা প্রত্যাশায় মোর মন পুনঃ পুনঃ হয় উচাটন।
জানিনে,জানিনে,
কিসের লাগি এতো ভাবনা,
এতো সংশয় জাগিয়াছে মোর প্রাণে।